What is Graphic Design

গ্রাফিক ডিজাইন কি?

গ্রাফিক ডিজাইন সম্পর্কে ‍যদি পূর্বে আপনার নলেজ থাকে শূন্য। তারপরও আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনার মনের ভিতর লুকিয়ে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

গ্রাফিক ডিজাইন কি?

গ্রাফিক ডিজাইন হলো বৃহৎ বা বড় আকারের একটি প্লাটফর্ম। আপনি খুব জটিল না করে সহজভাবে চিন্তা করুন এবং আপনার আশেপাশে তাকান। কিছু কি দেখতে পান? নিশ্চয় উত্তর দিবেন, হ্যা, অনেক কিছুই। রাস্তার আশেপাশে, দোকানের সাইনবোর্ডে, দালান-কোঠায়, রেষ্টুরেন্ট এর মেনুর ক্যাটালগ, বিভিন্ন ব্যানার, লোগো, ভাউচার, অফিসে রঙ বেরঙের বিভিন্ন ডিজাইনের ব্যানার, নেমপ্লেট ইত্যাদি সবকিছুই গ্রাফিক ডিজাইনের ভিতরে পরিবেষ্টিত।

চলুন একটু গুছিয়ে বলা যাক :),  গ্রাফিক ডিজাইন হল একটি সৃজনশীল প্রক্রিয়া, যার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি, কম্পিউটার সফটওয়্যার এবং রঙ ব্যবহার করে বিভিন্ন নথিপত্র, ব্যানার, ইমেজ, লোগো, ব্রোশার, বুকলেট, কার্ড, ওয়েবসাইট, এবং পণ্যের প্যাকেজিং, টি-শার্ট ডিজাইন, এড পোস্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন ইত্যাদি সহ বিভিন্ন ধরনের গ্রাফিক তৈরি করা হয়। যা সবকিছুই গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত।

কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবো

গ্রাফিক্স ডিজাইন কাকে বলে?

গ্রাফিক ডিজাইন দুটি শব্দের সমন্বয়ে গঠিত। Graphic শব্দের অর্থ হলো কালার (Colour) এর সংমিশ্রন। তন্মধ্যে (Design) ডিজাইন শব্দের অর্থ হলো আর্ট বা নকশা।

যদি গ্রাফিক ডিজাইনকে সঙ্গায়িত করি তাহলে এমন দাঁড়ায়, অসংখ্য কালারের সংমিশ্রনে কোনো দৃশ্যমান চিত্রের প্রকাশকেই বলা হয় গ্রাফিক ডিজাইন।

আর যখন কোনো ব্যক্তি, তার ডিজাইন শিল্পকে পূর্নাঙ্গ রুপ দিয়ে ফুটিয়ে তুলে, তখন তাকে বলা হয় গ্রাফিক্স ডিজাইনার।

গ্রাফিক ডিজাইন কত প্রকার ও কী কী?

গ্রাফিক ডিজাইন মূলত দুই প্রকার –

  • প্রিন্ট মিডিয়া ও
  • ওয়েব মিডিয়া

প্রিন্ট মিডিয়াঃ যে সব গ্রাফিক্স ডিজাইন গুলো প্রিন্টিং কাজের জন্য করা হয় অথ্যাৎ যে ডিজাইন গুলো প্রিন্ট করা হয়, তাকে প্রিন্ট মিডিয়া বলে। যেমনঃ ব্যানার, টি-শার্ট ডিজাইন, ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, বুক কভার ডিজাইন ইত্যাদি।

ওয়েব মিডিয়াঃ যে সকল ডিজাইন প্রিন্ট করার দরকার হয় না তাকে ওয়েব মিডিয়া বলে। এ সব ডিজাইন গুলো ওয়েব সাইডের কাজে বা কোম্পানীর বিভিন্ন প্রমোশনে অনলাইন ওয়েবে বা সোশ্যালি মিডিয়াতে ব্যবহার করা হয়। যেমনঃ ফেসবুক পোস্ট বা সোস্যাল মিডিয়া ডিজাইন, ওয়েব ট্যামপ্লাট, কভার ফটো, প্রমোশনাল ওযেব ব্যানার, ফেসবুক কভার ফটো ও প্রেজেন্টেশন ডিজাইন ইত্যাদি।

গ্রাফিক্সের প্রধান উপাদানঃ

বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার যেমনঃ (এডোবে ফটোশপ, ক্যানভা, এডোবে ইলাস্ট্রেটর ইত্যাদি) অক্ষর, চিত্রালংকরণ (ইলাস্ট্রেশন) , রঙ হল একটি গ্রাফিক্সের প্রধান উপাদান।

ফটোগ্রাফ, প্যাকেজিং ডিজাইন, লাইন আর্ট, ড্রয়িং, ইলাস্ট্রেশন, গ্রাফ, ডায়াগ্রাম, টাইপোগ্রাফি, সংখ্যা, প্রতিক, জ্যামিতিক নকশা, ম্যাপ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অথবা অন্যান্য ছবি ও সংশ্লিষ্ট বিষয়াদিকে গ্রাফিক্সের উৎকৃষ্ট উদাহরণ বলা যায় ।

গ্রাফিক ডিজাইনের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

  • লোগো ডিজাইন
  • প্রিন্ট ডিজাইন
  • ব্যানার ডিজাইন
  • ব্রান্ডিং ডিজাইন
  • ইউআই/ইউএক্স ডিজাইন
  • টাইপোগ্রাফি
  • ইলাস্ট্রেশন ডিজাইন
  • ফটোগ্রাফি এডিটিং
  • কার্টুন ডিজাইন
  • প্রেজেন্টেশন ডিজাইন
  • প্যাকেজিং ডিজাইন
  • গ্রাফিক্স ডিজাইন
  • মোশন গ্রাফিক্স
  • ওয়েব ডিজাইন
  • বিজনেস/ভিজিটিং কার্ড ডিজাইন এবং
  • সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ইত্যাদি

About Tips Zone Bangla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *