top 6 computer shop in bangladesh

বাংলাদেশের জনপ্রিয় ৬ টি আইটি বা কম্পিউটার এক্সেসরিজ ইকমার্স প্রতিষ্ঠান ২০২৩

Top 6 Computer Accessories E-commerce Shop in Bangladesh

মানুষের জীবনযাত্রার মানে ডিজিটাল আধুনিকতার ছোঁয়া লেগেছে। সবাই এখন স্ব-স্ব স্থানে থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস অনলাইনে কেনাকাটা করছে। ফলে ইকমার্স এর চাহিদা বেড়েছে অনেক। বর্তমান সময়ে দৈনন্দিন জীবনের এমন কোনো জিনিস নাই, যেটা অনলাইন দুনিয়ায় পাওয়া যায় না। আজকের এই আর্টিকেলে আমরা বাংলাদেশের জনপ্রিয় ৫ টি কম্পিউটার বা আইটি শপ ইকমার্স প্রতিষ্ঠান এর লিস্ট তুলে ধরবো।

    1. স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিঃ-

স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিঃ হলো বর্তমান সময়ের জনপ্রিয় ইকমার্স প্রতিষ্ঠান গুলোর মধ্য হতে অন্যতম একটি জনপ্রিয় ইকমার্স প্রতিষ্ঠান। স্টার টেক প্রতিষ্ঠিত হয় মার্চ মাসের ৭ তারিখে ২০০৭ সালে। তারপর থেকে এখন পর্যন্ত, স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিঃ অনেক মানুষের মন জয় করেছে এবং এখন দেশব্যাপী একটি স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছে।

সমস্ত প্রযুক্তিগত প্রয়োজনে স্টার টেক এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে প্রডাক্টের ভান্ডার। জনপ্রিয় সকল ব্যাংক এর ই.এম.ই সুবিধা পাচ্ছেন তাদের কাছে। এছাড়াও তাদের রয়েছে অনলাইনে সহজেই পেমেন্ট এর দারুন সকল সুবিধা। সারা বাংলাদেশে তাদের ১৬টি ফিজিক্যাল আউটলেট রয়েছে। যার মধ্যে ঢাকা সিটিতেই রয়েছে ৯ টি এবং তাদের ৭০০ এর বেশি কর্মচারী রয়েছে।

৫টা মূল শহরে ঢাকা, গাজীপুর, খূলনা, চট্টগ্রাম ও রংপুর-এ তাদের ব্রাঞ্চ রয়েছে।

সবগুলো ব্রাঞ্চ একসাথে দেখুনঃ ক্লিক করুন

   2. রায়ানস কম্পিউটারস লিমিটেডঃ

রায়ানস কম্পিউটারস লিমিটেড জনপ্রিয় ইকমার্স সাইটগুলোর মধ্যে অন্যতম। কোম্পানিটি 2000 সালে ঢাকার আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে এর প্রধান আউটলেটের কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করে।

সারা বাংলাদেশে তাদের ১৭টি আউটলেট রয়েছে। ঢাকা সিটিরে মধ্যে রয়েছে ৮ টি এবং তাদের ২০০ এর বেশি কর্মচারী রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট ryanscomputers.com এর মাধ্যমে অনলাইনেও পণ্য বিক্রি করে।

সবগুলো ব্রাঞ্চ একসাথে দেখুনঃ ক্লিক করুন

About Tips Zone Bangla

Check Also

android-apps-banner

Top 05 Android Apps in BD

বর্তমান প্রযুক্তির এ যুগে স্মার্টফোন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনোলজি ।বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করে। কেউ কেউ আবার ২-৩ টা স্মার্টফোন ব্যবহার করে।বেশিরভাগ স্মার্টফোন অপারেটিং  সিস্টেম এর নাম হলো এন্ড্রয়েড।আর আমাদের এই অপারেটিং সিস্টেমের নানা ধরনের অ্যাপস থাকে (যেমন: এন্টারটেইন্টমেন্ট অ্যাপস, গেমিং অ্যাপস, নিউজ অ্যাপস  ইত্যাদি। আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ১০টি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস তুলে ধরবো, যে অ্যাপস গুলো আমাদের অনেকের-ই অজানা। আর অ্যাপস গুলো অবশ্যই আমাদের সবার ফোনে থাকা উচিৎ, যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। এছাড়াও এই অ্যাপস গুলোর ফিচার বা কোন অ্যাপসের কি কাজ সেগুলোও তলে ধরব।  *০১. [ Chaldal/চাল–ডাল অ্যাপস ]:-  আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে ঝামেলাময় ও  গুরুত্বপূর্ণ কাজ হলো সাংসারিক সরজ্ঞাম। আমারা আমাদের ব্যস্তময় জীবনে সবাই সেটার সম্মুখীন হয়। অফিস শেষ করে বাজার নিয়ে গেলে তারপর রান্না হবে, আজকে অফিস থেকে দ্রুত বাজোরে যেয়ে বাজার করতে হবে, কতই-না প্রবলেম উপেক্ষা করতে হয়। আমাদের প্রায়ই এমন সমস্যার সম্মুখীন হতে হয়।  আর এই সমস্যার সমাধানের খুবই কার্যকারি উপায় হলো চাল-ডাল অ্যাপস। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সব উপকরন পেয়ে যাবো। প্রতিষ্ঠানটি মাত্র ১ ঘন্টায় আপনার অর্ডরকৃত সকল প্রডাক্ট আপনার বাসায় পৌছে দিবে। অফিসে বা সবাই যার যার কার্যক্ষেত্রে বসে বাজার করার এই ঝামেলাহীন লাইফ লিড করতে পারি। ****অ্যাপটি ব্যবহারের জন্য স্মার্টফোনের প্লেস্টোরে যেয়ে ইন্সটল করুন অথবা নিচের লিংকে ক্লিক করুন। Install Now *০২. [ BD 999 Emergency Service/বিডি ৯৯৯ ইমারজেন্সি সার্ভিস অ্যাপস ]:- প্রত্যেক নাগরিকের মোবাইল ডিভাইসে এই অ্যাপটি /অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা খুবই গুরুত্বপূর্ণ।এটি মহিলা, শিশু, আইন, কৃষি, ওয়াসা,বিটিআরসি,বিটিসিএল, স্থানীয় ইউনিয়ন পরিষদ ইত্যাদি সার্ভিস সমন্বিত অ্যাপস। জরুরী যে কোন ক্ষেত্রে, লোকেরা এই অ্যাপটির মাধ্যমে সরাসরি 999 এ কল করতে পারে। আরও অনেক বিষয়ে অন্যান্য সকল সরকারি হেল্প লাইন সম্পর্কে জ্ঞান ভিত্তিক একটি অ্যাপস এটি। বিভিন্ন জনসচেতনতা মূলক আর্টিকেল রয়েছে এই অ্যাপটিতে যেমন: আগুন লাগলে প্রাথমিকভাবে কি করা উচিত, ভূমিকম্প হলে কি করা উচিত ইত্যাদি। ****অ্যাপটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *