ডোমেইন ও হোস্টিং কি

ডোমেইন ও হোস্টিং কি?

জকের আর্টিকেলে আমরা জানবো ডোমেইন ও হোস্টিং কী? আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনার ডোমেইন ও হোস্টিং সম্পর্কে যত প্রশ্ন সব ক্লিয়ার হয়ে যাবে।

ডোমেইনঃ ডোমেইন হলো ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ স্থান বা ঠিকানা। আমরা যারা কলেজ বা ভার্সিটি লেভেলে পড়াশোনা করি বা করতাম। সবার একটি নির্দিস্ট রোল নং থাকতো যেটার মাধ্যমে একটা শিক্ষার্থীর পরিচয় আইডেন্টিফাই প্রকাশ পায়। ঠিক তেমনি ডোমেইন হলো আপনার কোম্পানী বা ওয়েবসাইটের ঠিকানা। যে ঠিকানায় প্রবেশ করে মানূষ আপনার কোম্পানী বা ওয়েবসাইটকে খুঁজে পাবে অনলাইলে। যেমন: facebook.com, google.com, daraz.com, prothomalo.com, bdnews24.com etc. এই নির্দিস্ট ঠিকানায় প্রবেশ করে মানুষ ঐ প্রতিষ্ঠানঠির সার্ভিস গ্রহন করে। ঠিক তেমনি আপনারও একটি নির্দিস্ট ডোমেইন লাগবে, যেটার মাধ্যমে আপনার কাস্টমার আপনার কোম্পানী বা ওয়েবসাইটে প্রবেশ করতে পারে অনলাইন বেজে। 

প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিস্ট আইপি অ্যাড্রেস থাকে। যেমনঃ- 10.16.100.244/.আর এই আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট মনে রাখা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। ফলে মনে রাখার সুবিধার্থে আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়ে থাকে।

হোস্টিংঃ-  কোন ইনফরমেশন বা তথ্যকে অন্যের কাছে তুলে ধরার জন্য সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম হলো একটি ওয়েবসাইট। আধুনিকতার এই যুগে সকল কম্পিউটার ব্যবহারকারীই ওয়েবসাইট সম্পর্কে অবগত অবগত আছেন। আগেই বলেছি ডোমেইন হলো একটি ঠিকানা, যেটার মাধ্যমে মানুষ আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। আর ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার অডিয়েন্স বা কাস্টমারকে কী দেখাবেন বা রাখবেন সেটাই হলো হোস্টিং।  আপনার তথ্যকে অন্যের সামনে উপস্থাপন করা যেমন- টেক্সট (যেমনঃ ছবি, অডিও বা ভিডিও) বা কোনো প্রডাক্ট এর তথ্য ইত্যাদি। অর্থাৎ আপনার ওয়েবসাইটাকে যে যায়গায় রাখবেন অনলাইনে সেটাই হলো হোস্টিং।

আর একটু সহজ ভাষায় বলতে গেলে হোস্টিং হলো আপনার অনলাইন দোকান। যেখানো আপনার কোম্পানী রিলেটেড সব কিছু রাখতে পারবেন। আর বর্তমানে অনলাইন আধুনিকতার এই যুগে ওয়েবসাইট আপনার কোম্পানীর ভ্যালু বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

আশা করি ব্লগটি পড়ে আপনাদের ডোমেইন ও হোস্টিং সম্পর্কে সমস্ত প্রশ্ন দূর হয়ে গেছে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানান অথবা আমাদের মেইল করুন। আর পরবর্তীতে কোন বিষয়ে লেখা চান আমাদেরকে জানান।

ডোমেইন একটি ইন্টারনেট ঠিকানা যা একটি ওয়েবসাইট বা ওয়েবপেজের নাম বা পরিচিতি দেয়। এটি আপনার ওয়েবসাইট বা ওয়েবপেজের ঠিকানা হিসাবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আমার ডোমেইন হতে পারে tipszonebangla.com এবং এটি আমার ওয়েবসাইটের ঠিকানা হয়। আপনি ডোমেইন কে একটি ইন্টারনেট ঠিকানা হিসাবে চিনতে পারেন।

হোস্টিং একটি সেবা যা ওয়েবসাইটের ফাইল এবং ডেটাবেস সংরক্ষণ করে এবং ওয়েবসাইটটি ইন্টারনেটে উপস্থাপন করে। হোস্টিং কোম্পানি একটি সার্ভারে আপনার ওয়েবসাইটের ফাইল স্টোর করে এবং ওয়েবসাইটের ভিজিটরদের কাছে ওয়েবসাইটের উপস্থাপন করে। হোস্টিং কোম্পানি একটি উপযোগী সার্ভার প্রদান করে যা আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় সমস্ত সেবা প্রদান ক

About Tips Zone Bangla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *