earn graphic design bangla

কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবো?

গ্রাফিক ডিজাইন শেখা কীভাবে শুরু করবেন?

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব এই প্রশ্নটি যারা আমাদের কাছে কমেন্টের মাধ্যমে এবং সরাসরি  ফোন বা ইমেইলেন মাধ্যমে জানতে চেয়েছেন, আজকের এই আর্টিকেলে তাদের জন্য থাকবে ‍পূর্ণাঙ্গ গাইডলাইন। চলুন তাহলে শুরু করা যাক,

বর্তমানে, গ্রাফিক ডিজাইন শেখার বেশ চাহিদা তৈরী হয়েছে। আর, আপনার মধ্যে যদি সৃজনশীল আর্ট শিল্পের গুণ থাকে ও টেকনোলজি সম্পর্কে নূন্যতম নলেজ বা জ্ঞান থাকে, তাহলে আপনি শুরু করতে পারেন গ্রাফিক ডিজাইনিং। এই পেশাতে যদি আপনি নিজের ক্যারিয়ার তৈরী করতে চান, এখান থেকে আপনি যথেষ্ট ভালো পরিমান উপার্জন আশা করতে পারেন। বাংলাদেশ সহ প্রায় সমস্ত দেশেই কম-বেশি গ্রাফিক ডিজাইনিং-এর ব্যাপক চাহিদা ও কর্মক্ষেত্র রয়েছে। এটা এমন একটা সেক্টর যেটার চাহিদা সবসময়েই আছে এবং থাকবে।

চলুন কথা না বাড়িয়ে মূল কথায় আসি,

প্রথমে আপনাকে কম্পিউটার এবং ইন্টারনেট ব্রাউজিং-এ দক্ষ হতে হবে।

গ্রাফিক ডিজাইন শেখার জন্য প্রথমে আমি বলবো আপনি কোনো ওয়েবসাইট থেকে টিউটোরিয়াল সিরিজ দেখা শুরু করুন। এতে করে আপনি খুব বিস্তারিত ভাবে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। টিউটোরিয়াল সিরিজ দেখার ইংরেজি জনপ্রিয় ৩ টা ওয়েবসাই হলো tutsplus.com , udemy.com এবং mygreatlearning.com। তবে ইংরেজী টিউটোরিয়াল দেখে শিখতে যদি আপনার সমস্যা হয় তবে চিন্তার কোনো কারন নেই। বাংলাদেশে এখন অনেক ভালো মানের গ্রাফিক ডিজাইন কোর্স পাওয়া যায়। তবে এক্ষেত্রে আপনার মেন্টর বা যিনি এই কোর্স শেখাচ্ছেন তার সম্পর্কে আগে জেনে নিতে হবে এবং কোর্স কোয়ালিটি যাচাই করতে হবে।

তবে সবথেকে ভালো হয় যারা ইংরেজী বুঝে তাদের ইংরেজী টিউটোরিয়াল দেখে গ্রাফিক ডিজাইন শেখা। কেননা ইংরেজী টিউটোরিয়াল গুলোতে অনেক বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।

আর বাংলায় কোর্স করার জন্য আপনাকে সঠিক প্রতিষ্ঠান বাছাই করতে হবে। যাদের মূল উদ্দেশ্য থাকবে কোর্স  বিক্রি করা নয়, বেকারত্ব দূরিকরনে এদেশের যুবককে স্কিল্ড আপ করা।

গ্রাফিক ডিজাইন শেখার বাংলা অনলাইন বেস্ট কোর্স ও প্রতিষ্ঠান দেখতে ক্লিক করুনঃ

৫ টি উপায়ে আপনি হয়ে উঠুন গ্রাফিক ডিজাইন এক্সপার্টঃ

১। অনলাইনে কোর্স নেওয়াঃ- আজকের যুগে অনলাইনে অনেক প্লাটফর্ম রয়েছে যেখানে গ্রাফিক ডিজাইন শেখার জন্য কোর্স পাওয়া যায়। এগুলোর মধ্যে হলো Udemy, Skillshare, tutsplus, mygreatlearning ইত্যাদি। তবে এগুলো ইংরেজীতে। আপনি চাইলে এখন বাংলায় ও কোর্স  করতে পারেন যেমনঃ (10 Minutes Schools, QT Academy, Creative IT Institute)। বাংলাদেশে এখন পেইড ও ফ্রি ভালো মানের অনলাইন ও অফলাইন কোর্স  রয়েছে। এই কোর্সগুলো থেকে গ্রাফিক ডিজাইন সম্পর্কিত সকল তথ্য পাবেন এবং প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ পাবেন। যেটা আপনকে গ্রাফিক ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরনের লক্ষ্যে পৌছাতে সাহায্য করবে।

২। বই পড়াঃ- বই পড়াও অন্যতম একটি উপায় গ্রাফিক ডিজাইন শেখার। আপনি অনলাইনে বিভিন্ন বই খুঁজে পাবেন, যেখানে আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কিত কোন একটি বই কিনতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় প্রাকটিক্যাল কাজে নিজেকে খুব বেশি সময় দেয়া। অন্যথা, আপনি আপনার শেখা স্কিল গুলা ভুলে যাবেন, হারিয়ে ফেলবেন। ফলে আপনি পিছিয়ে পড়বেন। তবে আপনি চাইলে বই পড়ে ডিজাইনিং কনসেপ্ট ও অন্যান্য মূল বিষয়াদি ক্লিয়ার করতে পারেন। যেটা আপনাকে প্রাটিকাল কাজকে অনেক সহজ করে দিবে।

৩। সফ্টওয়্যার শিখাঃ- সফটওয়্যার হলো ডিজিটাল দুনিয়ায় গ্রাফিক ডিজাইনিং এর প্রান। গ্রাফিক ডিজাইনে ব্যবহৃত হওয়া অনেকগুলো জনপ্রিয় সফ্টওয়্যার রয়েছে। আপনি এ সফটওয়্যারগুলো শিখে গ্রাফিক ডিজাইনিং এক্সপার্ট  হয়ে উঠতে পারেন। যেমন Photoshop, Illustrator, InDesign ইত্যাদি। ফটোশপ আর ইলুস্ট্রেটর যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে আপনাকে আর কে আটকায়, আপনি গ্রাফিক ডিজাইনিং এর সব কাজ করতে পারবেন।

৪। প্র্যাকটিক্যাল কাজঃ- গ্রাফিক ডিজাইন শেখার জন্য প্র্যাকটিক্যাল কাজ অনেক জরুরী। আপনি প্রতিদিন নিজেকে স্বল্প কিছু সময়ের জন্য কোন স্থানে সেট করতে পারেন। যেখানে আপনি আপনার গ্রাফিক ডিজাইন কাজ করতে পারবেন। এটি আপনার নিজের জ্ঞান এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। আপনাকে প্রতিদিন প্রাকটিস করতে হবে। অন্যথা, আপনি এক সপ্তাহ মতো পিছিয়ে যাবেন। তাই গ্রাফিক ডিজাইনিং-এ প্রাকটিকাল কাজ হলো প্রধান। আপনি যতো বেশি প্রাকটিসে সময় দিবেন। আপনার ডিজাইনিং কনসেপ্ট, ক্রিয়েটিভিটি সব কিছুর ইম্প্রুভমেন্ট খুব দ্রুত দেখতে পাবেন।

৫। কাজ পর্যবেক্ষণঃ- গ্রাফিক ডিজাইন শেখার সময় আপনি নিজের কাজ পর্যবেক্ষণ করতে পারেন। অনেকগুলো প্লাটফর্মে রয়েছে, যেখানে গ্রাফিক ডিজাইন এর কাজ করা হয় এবং এগুলোতে কাজের জন্য প্রজ্ঞাপন দেয়া থাকে। এসব প্রজ্ঞাপন, বিভিন্ন কন্টেস্ট, মার্কেটপ্লেস ইত্যাদিসহ অন্যান্য জায়গায় অংশগ্রহন করুন। এসকল জায়গায় শুরুতে আপনার উদ্দেশ্য থাকবে শেখা ও এক্সপেরিয়েন্স গেদার করা। যেটা আপনাকে পরবর্তীতে সফলতা এনে দিবে।

কিছু বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, গ্রাফিক ডিজাইন যে আপনার শিখতেই হবে এমন কোন কথা নয়। এটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, সেক্ষেত্রে আপনি অন্যদিকে (ডিজিটাল মার্কেটিং, এস.ই.ও, ওয়েব ডিজাইন) ইত্যাদিতে সময় দিন, যেটা আপনার ভালো লাগে। জীবনে সবথেকে সময়ের মূল্য বেশি। যে কাজটা আপনার মনে হবে যে, আপনাকে দিয়ে হবে না, সে কাজের পিছনে শুধু শুধু কখনো সময় নষ্ট করবেন না। মনে রাখবেন আবেগ দিয়ে কোনো কিছু হয়না, আপনার নিজের ক্যারিয়ারের সাফল্য আপনাকে নিজে অর্জন করতে হবে। তবেই আপনি সফল :)।

এছাড়াও যদি কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকে, তাহলে সেটা নিচে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন।

গ্রাফিক্স ডিজাইন শেখাটা এতটা কঠিন কাজ নয়, তবে আপনাকে গুরুত্ব সহকারে এবং মন দিয়ে সকল কনসেপ্ট শেখার চেষ্টা করতে হবে।

About Tips Zone Bangla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *